খাগড়াছড়ি ও মহেশখালীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে পৃথক এ দুর্ঘটনা ঘটে।
খাগড়াছড়ি প্রতিনিধি জানান : খাগড়াছড়ির দীঘিনালায় পুকুরে ডুবে রাকিবুল হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাচিনসনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার মো. রুহুল আমিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিজ বাড়ির পাশে খেলাধুলা করার সময় রাকিবুল অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখা যায়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মহেশখালী প্রতিনিধি জানান : মহেশখালী উপজেলার শাপলাপুরে পুকুরে ডুবে সুমাইয়া জান্নাত সোহা নামের ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শাপলাপুরে জাহিদা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। সোহা ওই এলাকার আলাউদ্দিনের কন্যা।
জানা যায়, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে পরিবার। পরে পাশের বাড়ির পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে গেলে সেখানে সোহাকে মৃত ঘোষণা করা হয়।
শাপলাপুর ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।