খাগড়াছড়িতে ১২ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ২৭ আগস্ট, ২০২৫ at ৫:৩২ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিলুপ্ত প্রজাতির একটি কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সাপুড়িয়া পাড়া এলাকা থেকে বস্তাভর্তি অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। এর আগে সোমবার দুপুরে উপজেলার গচ্ছাবিল এলাকার একটি বসতবাড়ির মুরগির ঘর থেকে সাপটি উদ্ধার করে সাপুড়িয়াপাড়ায় নিয়ে আসেন প্রবীণ সাপুড়িয়া অহিদ মিয়া। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া, বন কর্মকর্তা কাজী তামিল রসুল, বন্যপ্রাণী ও সাপ উদ্ধারকারী মো. জুয়েল সাপুড়িয়া পাড়ায় গিয়ে কিং কোবরা সাপটি উদ্ধার করে।

উদ্ধার হওয়া কিং কোবরা লম্বায় প্রায় ১২ ফুট। এটি শঙ্খচূড় বা রাজ গোখরা নামেও পরিচিত। কিং কোবরা পৃথিবীর অন্যতম বিষধর সাপ। এরা লম্বায় ১৮ ফুটেরও বেশি হতে পারে। মানিকছড়ি রেঞ্জের বন কর্মকর্তা কাজী তামিল রসুল বলেন, সাপটি গতকাল উদ্ধার করা হয়। খবর পেয়ে মঙ্গলবার উপজেলা প্রশাসনকে নিয়ে উদ্ধার করা হয়েছে। সাপটি অভয়ারণ্যে অবমুক্ত করা হবে।

উল্লেখ্য, ২০১২ সালের বাংলাদেশ বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে কিং কোবরা সংরক্ষিত প্রজাতি।

পূর্ববর্তী নিবন্ধপ্রজ্ঞার ভাগ্য বিড়াল
পরবর্তী নিবন্ধহাসিনা, জয় ও পুতুলের তিন মামলায় ১৭ জনের সাক্ষ্য