খাগড়াছড়িতে সাত ইটভাটায় প্রশাসনের অভিযান, জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ৬ ফেব্রুয়ারি, ২০২২ at ৭:৩৫ পূর্বাহ্ণ

আইন অমান্য করে লাইসেন্স বিহীন অবৈধভাবে ইটভাটা স্থাপন করায় খাগড়াছড়িতে সাত ইটভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে মাটিরাঙা ও দীঘিনালায় অভিযান চালিয়ে জরিমানা করা হয়।
মাটিরাঙার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হাবিব শাপল বলেন, ইটভাটা স্থাপনের জন্য বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় মাটিরাঙার ৩ ইটভাটা মালিককে ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ (৮) এর ১ ধারায় দুই লাখ ৭০হাজার টাকা জরিমানা করা হয়।
আইনের তোয়াক্কা না করে ইটভাটা স্থাপনকারীদের ছাড় দেয়া হবেনা জানিয়ে তিনি বলেন, জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। এদিকে সকালে দীঘিনালার ৪টি ইট ভাটাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দীঘিনালা উপজেলা নিবার্হী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা জানান, উপজেলার ইটেরভাটাগুলোতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ লংঘনের দায়ে ৪ ইট ভাটাকে ২ লাখ ৮০হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধসিআরবিতে হাসপাতাল ও প্রবেশপথে গেট নয়