ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মানোন্নয়নে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। অতীতে খাগড়াছড়িতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত না হওয়ার জন্য নেতৃত্বের ব্যর্থতাকে দায়ী করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নিজ জেলা খাগড়াছড়ির শাপলা চত্বর মঞ্চে ‘খাগড়াছড়ি উন্নয়ন ফোরাম’ এর উদ্যোগে সাদিক কায়েমকে গণসংবর্ধনা দেয়া হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
সাদিক কায়েম বলেন, কেউ যদি নব ফ্যাস্টিট হতে চায় তাদেরকে সতর্ক করে দিতে চাই– নতুন করে কেউ ফ্যাস্টিট হলে তাদের পরিণতি হাসিনার চেয়ে ভয়ংকর হবে। নতুন বাংলাদেশে কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তার করতে চায়, তাদের দাঁতভাঙা জবাব দেয়া হবে। যদি জুলুম করতে আসে আমরা তাদের প্রতিরোধ করব। যারা পাহাড়ের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তারা দেশের শত্রু। তাদেরকে ক্ষমা করা হবে না। সাদিক বলেন, চাঁদাবাজি, টেন্ডারবাজি, গুম, খুন করছেন তাদের কোনো ছাড় দেয়া হবে না। বৈষম্যহীন, ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। এসময় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে জামায়াত সমর্থিত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরীর পক্ষে ভোট চান।
খাগড়াছড়ি উন্নয়ন ফোরামের সভাপতি অধ্যাপক সৈয়দ আবদুল মোমেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী কাউসার আজিজী, জেলা জামায়াতের সেক্রেটারি মিনহাজুর রহমান, খাগড়াছড়ি সদর উপজেলা জামায়াতের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল সংসদের ভিপি হাসান আল বান্না, অমর একুশে হল সংসদের এজিএস উবায়দুর রহমান হাসিব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল সংসদের নির্বাহী সদস্য মো. আবু আয়াজ প্রমুখ।












