খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়ায় হাজী ইসমাইল মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে মার্কেটের দোকানগুলোর মালিকরা কিছুই রক্ষা করতে পারেননি। ব্যবসায়ীরা চরম ক্ষতির মুখে পড়েছেন। স্থানীয়দের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করেন বিজিবি সদস্যরাও। তবে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লেগে যায়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, ‘একটা টায়ারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে পাশ্ববর্তী উপজেলা মাটিরাঙা থেকে ফায়ার সার্ভিস এসে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এখনো ক্ষয়ক্ষতি নিরূপন করা হয় নি।’
এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত ১৭ জনকে সাত হাজার পাঁচশ টাকা এবং ৩০ কেজি করে চাল দেয়া হয়েছ। এছাড়া খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফসার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ বিএনপির একটি প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।