খাগরিয়ায় ভোটের আগের রাতে অস্ত্রসহ দুই ভাই গ্রেপ্তার

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ২২ মার্চ, ২০২২ at ৮:২১ পূর্বাহ্ণ

সাতকানিয়ার খাগরিয়ায় ভোটের আগের দিন রাতে অস্ত্রসহ দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা হল- আমিনুল ইসলাম প্রকাশ ডাকাত আমিন (৪৫) ও তার ছোট ভাই মো. সিরাজুল ইসলাম (৩৮)। গত রবিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, খাগরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া দুইটি কেন্দ্রে গতকাল সোমবার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এজন্য ভোটের আগের দিন রাতে নির্বাচনী এলাকাগুলোতে বিশেষ অভিযান চালানো হয়। এর অংশ হিসেবে খাগরিয়া এলাকায়ও অভিযান চালানো হয়। এ সময় ইউনিয়নের মাইজ পাড়ার মাহিত্যার বাপের বিল এলাকা থেকে মাইজ পাড়ার মৃত জাগির হোসেনের পুত্র আমিনুল ইসলাম প্রকাশ আমিন ডাকাত ও তার ছোট ভাই সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা একটি অবৈধ অস্ত্র থাকার কথা স্বীকার করে। এরপর তাদের দেয়া তথ্য মতে মাইজ পাড়ার ইউনুসের মুরগির ফার্মের দক্ষিণ পাশের বেগুন ক্ষেত থেকে একটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার করা হয়।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ তারেক মোহাম্মদ আবদুল হান্নান জানান, গ্রেপ্তার আমিন এলাকার চিহ্নিত ডাকাত। তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যাসহ ৩টি মামলা রয়েছে। এছাড়া তার ভাই সিরাজের বিরুদ্ধে সাতকানিয়া থানায় ৮টি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন যাবৎ পলাতক থাকলেও নির্বাচনে সহিংসতা চালানোর জন্য এলাকায় এসেছিল। খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করি। উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে সাতকানিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালত হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় ৩ ইউপিতেই নৌকা বিজয়ী
পরবর্তী নিবন্ধরোহিঙ্গা ক্যাম্প থেকে প্রথম ইয়াবা তৈরির কাঁচামাল উদ্ধার