খাগরিয়ার ইউপি চেয়ারম্যান জসিম চান্দগাঁওয়ে গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর, ২০২৪ at ৬:৩১ পূর্বাহ্ণ

চান্দগাঁও থানার একটি হত্যা মামলায় সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. জসিম উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, মো. জসিম উদ্দিন আমাদের থানার হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজহারভুক্ত আসামি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে কোতোয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খাগরিয়া ইউনিয়নের সাবেক সভাপতি ও সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন বলেও জানান ওসি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম সিটি মেয়রের বৈধতা নিয়ে রিট খারিজ
পরবর্তী নিবন্ধ৩ ওয়ার্ডে ৮ কোটি ৭৩ লাখ টাকায় চসিকের তিনটি সৌন্দর্যবর্ধন প্রকল্প