খাগড়াছড়ির নতুন জেলা প্রশাসক ইফতেখারুল

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১০ জানুয়ারি, ২০২৫ at ১০:৫৩ পূর্বাহ্ণ

পার্বত্য জেলা খাগড়াছড়ির নতুন জেলা প্রশাসক (ডিসি) হয়েছেন সরকারের অর্থ বিভাগের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা করে খাগড়াছড়িতে নতুন ডিসি নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। একই প্রজ্ঞাপনে রাজবাড়ী জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাকে নারায়ণগঞ্জ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীর ডিসি করা হয়েছে। প্রজ্ঞাপনে জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসুপ্রতিম বড়ুয়া রামু সরকারি কলেজ নতুন অধ্যক্ষ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম দক্ষিণ জেলা গণতান্ত্রিক ছাত্রদলের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী