খাগড়াছড়িতে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে বিএনপির তিন নেতা গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৭ মে, ২০২৪ at ৭:৩২ পূর্বাহ্ণ

ভোট বর্জনের পক্ষে লিফলেট বিতরণের সময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত অপর দুইজন হলেন খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর। খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া মিথ্যা ও সাজানো মামলায় এম এন আবছারসহ গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে বলেন, গ্রেপ্তার, নিপীড়ন ও নির্যাতন চালিয়ে আন্দোলন দমানো যাবে না। তিনি গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি না দিলে খাগড়াছড়ি অচল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভির হাসান বলেন, খাগড়াছড়ি শহরে দুটি টমটম পোড়ানোর মামলায় বিএনপির তিন নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের নির্বাচন ব্যবস্থা বিশ্বে রোল মডেল হবে: আহসান হাবিব
পরবর্তী নিবন্ধদেখা হতেই দুই চেয়ারম্যান প্রার্থীর কোলাকুলি