খাগড়াছড়িতে বুদ্ধ পূর্ণিমায় মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজন

খাগড়াছড়ি প্রতিনিধি | রবিবার , ১১ মে, ২০২৫ at ১১:১০ পূর্বাহ্ণ

খাগড়াছড়িতে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা পালিত হয়েছে। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গতকাল শনিবার সকাল সাড়ে ৭টায় দীঘিনালার মাইনী ভ্যালি থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করে পার্বত্য ভিক্ষুসংঘ। এর আগে বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। শোভাযাত্রাটি শান্তিপরের কাল্যেবলি সাধনা মৈত্রী বিহারে গিয়ে শেষ হয়।

খাগড়াছড়ির বিভিন্ন বৌদ্ধ বিহারে গিয়ে দেখা যায়, বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিভিন্ন বিহারে ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন বিহারে বুদ্ধপূর্ণিমায় উপাসকউপাসিকা ও পূণ্যার্থীরা বুদ্ধপূজা, পিণ্ডদান, পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিস্কারদান এবং বুদ্ধ মূর্তি দান করেন। এ সময় বাংলাদেশসহ পুরো বিশ্বের শান্তি ও মঙ্গল কামনা করা হয়। গৌতম বুদ্ধে অহিংসা বাণী প্রচারের মাধ্যমে বিশ্বে শান্তি ফিরবে এমন আশা আয়োজকদের।

পার্বত্য ভিক্ষুসংঘের সাধারণ সম্পাদক লোকমিত্র থেরো বলেন, বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য হলোএই দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ জন্মগ্রহণ, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন। বুদ্ধের অহিংস বাণী যদি সারা বিশ্বে ছড়িয়ে পড়ে; তাহলে যুদ্ধ, হানাহানি, সংঘাত, অশান্তি, অরাজকতা অনেকটা কমে যাবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় শিক্ষার্থীদের নিয়ে ছাত্রশিবিরের ব্যতিক্রমী আয়োজন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ