খাগড়াছড়িতে বিজিবির ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ৯ এপ্রিল, ২০২৪ at ৫:৩৪ অপরাহ্ণ

খাগড়াছড়িতে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে স্থানীয় দুস্থ ও গরীব মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

আজ মঙ্গলবার বিকেলে বিজিবি হেলিপ্যাডে আয়োজিত অনুষ্ঠানে বিজিবির খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল মোঃ নাজমুল হক স্থানীয় দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় বিজিবি সেক্টর কমান্ডার বলেন, প্রধানমন্ত্রী ইফতার পার্টির পরিবর্তে দুঃস্থ ও অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এরই অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক বিজিবির সকল রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের যে নির্দেশনা দিয়েছে তারই অংশ হিসেবে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

এ সময় খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ এমদাদুল হক, অন্যান্য অফিসারবৃন্দ, জুনিয়র কর্মকর্তা এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজিবির সহায়তা পেয়ে খুশি হতদরিদ্র ও প্রান্তিক মানুষ।

পূর্ববর্তী নিবন্ধহাসান জাহাঙ্গীরের হাতছানির প্রকাশনা উৎসব
পরবর্তী নিবন্ধসাতকানিয়ায় পূর্ব শত্রুতার জেরে ছোড়া গুলিতে ৪ জন গুলিবিদ্ধ