খাগড়াছড়ির মাটিরাঙায় বিআরটিসির বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
আজ শুক্রবার সকাল ১০ টা ৪৫ এর দিকের মাটিরাঙার সাপমারা এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিআরটিসির বাস খাগড়াছড়ি যাচ্ছিল এসময় মাটিরাঙ্গাগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুটো গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় গাড়িতে থাকা কেউ হতাহত হয়নি।
পরে পুলিশ এসে যান চলাচল স্বাভাবিক করে। মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বলেন, দুটো গাড়ির মুখামুখি সংর্ঘষ হলেও হতাহতের কোন ঘটনা ঘটেনি। কেবল গাড়ি দুটো ক্ষতিগ্রস্ত হয়েছে।