পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়িতে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। পরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিক ও ছাত্র জনতার সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় অন্যদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, সুশীল নাগরিক সুদিন কুমার চাকমা, খাগড়াছড়ি জেলার সাংবাদিক তরুণ কুমার ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত শিক্ষিকা ত্রিনা চাকমা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাহিদুল আলম ও মাসুদ রানা এসময় উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে সুপ্রদীপ চাকমা বলেন, এবারের অপ্রত্যাশিত বন্যা আমাদের যে ক্ষতি করলো তা থেকে সকলকে শিক্ষা নিতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের পাশে থেকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান তিনি। প্রেস বিজ্ঞপ্তি।