খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ২ ইউপিডিএফ সদস্য নিহত

দেড় মাসে ৬ খুন

খাগড়াছড়ি প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৭:০৮ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে প্রতিপক্ষের গুলিতে দুই ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টায় দূরছড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন রবি কুমার চাকমা (৬৫) ও বিমল চাকমা (৫২)

ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, দূরছড়ি গ্রামের নিজ বাড়িতে তিন ইউপিডিএফ সদস্য রবি কুমার চাকমা (৬৫), বিমল চাকমা ও রহিন্দ্র চাকমা ওরফে টিপন (৩২) অবস্থান করছিলেন। অর্তকিত হামলায় রবি কুমার চাকমা ও শান্ত চাকমা (বিমল) মারা গেছে। এর মধ্যে এই ঘটনায় রহিন্দ্র চাকমা ত্রিপন এখনো নিখোঁজ রয়েছেন। তার বাড়ি মহালছড়ি উপজেলার পক্ষীমুড়া এলাকায়।

এদিকে হত্যাকাণ্ডের পর গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিবৃতিতে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় ইউপিডিএফ। ঘটনার জন্য প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করা হয়েছে।

তবে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে গণতান্ত্রিক ইউপিডিএফের কেন্দ্রীয় সভাপতি শ্যামল চাকমা। তিনি বলেন, আমরা ঘটনাটি শুনেছি। তবে এই হত্যাকাণ্ডের সাথে আমরা জড়িত নই।

মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন জানান, ঘটনাস্থল বেশ দুর্গম। আমাদের পায়ে হেঁটে যেতে প্রায় ১ ঘণ্টা সময় লেগেছে। লাশ উদ্ধার করে আমরা থানায় নিয়ে এসেছি। সুরতহাল প্রতিবেদনসহ আইনী যে প্রক্রিয়া রয়েছে তা অনুসরণ করা হবে।

এর আগে গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের গুলিতে বিপুল চাকমা, সুনীল চাকমা, লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরা নিহত হয়। এই নিয়ে গত দেড় মাসের ব্যবধানে ৬টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

পূর্ববর্তী নিবন্ধচসিক কাউন্সিলর জসিম সাময়িক বরখাস্ত
পরবর্তী নিবন্ধহজযাত্রী নিবন্ধনের সময় বাড়লো ১ ফেব্রুয়ারি পর্যন্ত