খাগড়াছড়িতে পাহাড় কাটার খবরে অভিযান, ২ লক্ষ টাকা জরিমানা

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ১০:৫১ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. নুরুল হক নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ছোট মেরুং এলাকায় পাহাড় কাটার অভিযোগে অভিযান পরিচালনা করেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মামুনুর রশীদ।

তিনি জানান, অনুমোদনহীনভাবে বেশ উঁচু পাহাড় কর্তন করে সমান করে ফেলা হয়। প্রশাসনকে ফাঁকি দিতে রাতের বেলায় পাহাড় কাটা শুরু করে চক্রটি। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা মতে জমির মালিককে দুই লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের জেল প্রদান করা হয়। জরিমানা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়। পাহাড় কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিদেশি শিক্ষার্থী ভর্তির সুযোগ হারাতে পারে হার্ভার্ড, বলছে ট্রাম্প প্রশাসন
পরবর্তী নিবন্ধনগরীতে কোস্টগার্ডের অভিযানে মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার