খাগড়াছড়িতে পাচারের সময় ৪টি গুইসাপ উদ্ধার করছে বন বিভাগ। গতকাল বুধবার বিকেলে জেলা শহরের মধুপুর এলাকা থেকে গুইসাপগুলো উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত গুইসাপের মধ্যে একটি বড় এবং অপর দুটি মাঝারি সাইজের।
খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, জেলার সদরের বাইরে থেকে গুইসাপগুলো আনা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে মধুপুরের একটি সড়কের পাশ থেকে গুইসাপ উদ্ধার করে নিয়ে আসি। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, গুইসাপ প্রকৃতির জন্য খুবই উপকারী একটি প্রাণী। এগুলো বিক্রির জন্য আনা হয়েছিল। রেঞ্জ অফিসারের নেতৃত্বে বন বিভাগ অভিযান চালিয়ে গুইসাপ উদ্ধার করে খাগড়াছড়ির প্রাকৃতিক বনে অবমুুক্ত করে। বন্যপ্রাণী পাচার প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, বাংলাদেশে গুইসাপ বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুসারে সংরক্ষিত প্রজাতি।