খাগড়াছড়িতে নিহত দুই ইউপিডিএফ কর্মীর লাশ হস্তান্তর

অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলা

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ২৬ জানুয়ারি, ২০২৪ at ৮:১৪ পূর্বাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে সন্ত্রাসী হামলায় নিহত দুই ইউপিডিএফ (প্রসীত গ্রুপ) কর্মীর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত শেষে জেলা সদর হাসপাতালের মর্গ থেকে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় স্বজন ছাড়াও এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এদিকে এ ঘটনায় বুধবার রাতে মহালছড়ি থানায় মামলা করেছে নিহত বিমল চাকমার স্ত্রী রেখা চাকমা। মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন বলেন, মামলায় অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

গত বুধবার সকালে জেলার মহালছড়ি উপজেলার দুর্গম দুরছড়ি এলাকায় সন্ত্রাসী হামলায় নিহত হন রবি কুমার চাকমা ও বিমল চাকমা। খবর পেয়ে ঐ এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে মহালছড়ি থানা পুলিশ। সন্ধ্যার পর নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনায় প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে ইউপিডিএফ। তবে অভিযোগ অস্বীকার করেছে সংগঠনটি। হত্যাকাণ্ডের পর কাউকে আটক করতে পারেনি পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধতিনি কখনও সাংবাদিক, কখনও সরকারি কর্মকর্তা
পরবর্তী নিবন্ধআলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল ও স্ত্রীর ৬ মাসের কারাদণ্ড