খাগড়াছড়িতে নি:স্ব পরিবারের পাশে দাঁড়াল জেলা প্রশাসক

খাগড়াছড়ি প্রতিনিধি | মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর, ২০২০ at ৩:১৬ অপরাহ্ণ

খাগড়াছড়িতে গণধর্ষণের শিকার বুদ্ধি প্রতিবন্ধী নারীর পরিবারের পাশে দাঁড়াল জেলা প্রশাসক । মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে খাগড়াছড়ি নির্যাতিতা বুদ্ধি প্রতিবন্ধী নারীর শারীরিক ও মানসিক সুচিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তার অভিভাবকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেয় জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

এসময় জেলা প্রশাসক বলেন, পরিবারটির যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়। পরিবারটি বর্তমানে নি:স্ব । গণধর্ষণের শিকার নারী ট্রমাক্রান্ত । প্রতিবন্ধী নারীর উন্নত চিকিৎসার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দিয়েছি । এসময় জেলা প্রশাসনের উধ্বতন কর্মকর্তাগণ উপস্থিতি ছিলেন।

এদিকে খাগড়াছড়ির বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণসহ দেশব্যাপী নারী নির্যাতন বন্ধ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে খাগড়াছড়ির শিল্পী সমাজ।

সকাল ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে খাগড়াছড়ির মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন ও গ্রীন সিগনাল ব্যান্ড কমিউনিটি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দগ্য মারমা, উপদেষ্টা শাহীন, সহজ সভাপতি রাসেল ও সদস্য নুর হোসেন।

পূর্ববর্তী নিবন্ধকিশোরী ধর্ষণের ঘটনায় পতেঙ্গা থেকে মূল আসামি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে ৫ দোকান পুড়ে ছাই