খাগড়াছড়িতে দুই ইটভাটা মালিককে জরিমানা, ১১শ ফুট কাঠ জব্দ

খাগড়াছড়ি প্রতিনিধি | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৬:৩৫ অপরাহ্ণ

খাগড়াছড়িতে লাইন্সেসবিহীন ২টি ইটভাটায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা ও ১১শ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার জেলা সদরের কমলছড়ি ইউনিয়নে এবিসি ও আরপিএস ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্বে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন।

তিনি বলেন, ইট ভাটায় জ্বালানি হিসেবে বনের কাঠ ব্যবহার করার অপরাধে ২ জন ব্যক্তিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী ৫০ হাজার টাকা করে ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়।

এছাড়া ১১শ ঘনফুট কাঠ জব্দ করা হয় এবং তা জনপ্রতিনিধি হিসেবে ইউপি সদস্য সৈকত চাকমার জিম্মায় দেয়া হয়। বিজিতলা রেঞ্জ অফিসারকে বিধি মোতাবেক জব্দকৃত কাঠ নিলাম করে অর্থ সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য বলা হয়।

এ সময় বীজিতলা রেঞ্জ কর্মকর্তা মোঃ আবদুল কাইয়ুম নিয়াজী ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধআর্জেন্টিার জার্সি গায়ে বাসে আগুন দেওয়ার চেষ্টা, গ্রেফতার ১
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মহানগর যুবলীগের নেতৃবৃন্দের সাথে এমপি লতিফের মতবিনিময়