খাগড়াছড়ির মহালছড়ির চোংড়াছড়ি গ্রামে এক গৃহিনীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। গতকাল রোববার সকালে বাংলাদেশ মারমা স্টুডেন্টস ফোরামের (বিএমএসসি) উদ্যোগে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এসময় সংগঠনের জেলা কমিটির সহ সভাপতি চিংসাথোয়াই মারমার নেতৃত্বে বক্তব্য রাখেন বিএমএসসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাথোয়াই অং মারমা, রাঙামাটি মেডিকেল শিক্ষার্থী ক্যচিংনু মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী নুচিং মারমা, ছাত্র নেতা কৃপায়ন ত্রিপুরা প্রমুখ। উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে জেলার মহালছড়ি উপজেলার চোংড়াছড়ি গ্রামে এক গৃহিনী কুয়ায় পানি তুলতে গেলে দুই যুবক তাকে ধর্ষণের চেষ্টা করে। এই ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। গতকাল সকালে ধর্ষণ চেষ্টায় জড়িত থাকার অভিযোগে সাহাদাত হোসেন (২৫) ও টুলু মিয়া (২২) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মহালছড়ি থানার ওসি মো.নাসির উদ্দিন জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে উপজেলার চোংড়াছড়ির দুই যুবককে গ্রেপ্তার করেছি। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।