খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মোঃ হানিফ (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে উপজেলার জামতলী হেডম্যান পাড়া সংলগ্ন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রবাস এলাকার গাছ থেকে লাশ করে দীঘিনালা থানা পুলিশ। মৃত মো.হানিফ উপজেলার একই এলাকার জালাল উদ্দিন মীরের ছেলে।
জানা যায়, গতকাল রাতে মাহফিলে গিয়েছিল সে রাতে বাসায় ফিরেনি। সকাল সাড়ে ৭ টার দিকে গাছে ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ অবগত করে স্থানীয়রা।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, আমারা তথ্য পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে।