খাগড়াছড়িতে আতংকে বাস চলাচল বন্ধ

খাগড়াছড়ি প্রতিনিধি | বুধবার , ১৬ মার্চ, ২০২২ at ৭:৪৯ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালার সাথে দেশের দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যানচলাচল বন্ধ রয়েছে। একইসাথে দীঘিনালা হয়ে সড়ক যোগাযোগ হওয়ায় রাঙামাটির বাঘাইছড়ি ও লংগদুর সাথেও সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

লংগদু, বাঘাইছড়ি ও দীঘিনালাসহ ৩ উপজেলার দায়িত্বরত শান্তি পরিবহনের ল্যাইনম্যান মো. নাসের বলেন, “গতকাল আমাদের বাবুছড়া থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে আমাদের গাড়িচালকরা নিরাপত্তাহীন মনে করে গাড়ি চালাচ্ছে না।”

প্রসঙ্গত, গতকাল ১৫ মার্চ বিকাল ৫টার দিকে দীঘিনালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর ঘাট এলাকায় ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাস থেকে যাত্রী নামিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এসময় বাসটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খাগড়াছড়ির শান্তি পরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ জানান, আগুনে বাস পুড়ে যাওয়ায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়। গতকাল গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় চালকরা আতঙ্কে সকাল থেকে তিন উপজেলার সাথে দেশের অন্যান্য জেলার দূরপাল্লার সব ধরনের পণ্যবাহী এবং যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রেখেছে।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৭
পরবর্তী নিবন্ধখুলশীতে তিনতলা ভবনে আগুন