খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে গতকাল রোববার পর্যন্ত উদ্ধার করা যায়নি। তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। অপহৃত ৫ শিক্ষার্থীকে সুস্থ অবস্থায় দ্রুত মুক্তির পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের দাবি জানানো হয় এসব কর্মসূচিতে। এছাড়া রাঙামাটির কাউখালীতে তরুণীকে ধর্ষণের প্রতিবাদও জানানো হয়।
খাগড়াছড়ি : খাগড়াছড়ি প্রতিনিধি জানান, গতকাল সকাল সাড়ে ১০টায় ‘খাগড়াছড়িস্থ আদিবাসী ছাত্র সমাজ’ ব্যানারে চবির ৫ শিক্ষার্থীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মহাজনপাড়ার সূর্যশিখা ক্লাব থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। পরে শাপলা চত্বর হয়ে খাগড়াছড়ি কোর্ট বিল্ডিংয়ের সামনে সমাবেশ করে তারা। মিছিল থেকে অপহৃতের দ্রুত মুক্তি দাবি করে বিভিন্ন স্লোগান দেয়া হয় এবং কাউখালীতে মারমা তরুণীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তকে বিচারে আওতায় আনারও দাবি জানানো হয়।
বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা অপহরণের জন্য ইউপিডিএফকে দায়ী করে। অপহৃতদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানোর পাশাপাশি অপহরকারীদের শাস্তির আওতায় আনারও দাবি জানান বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা। খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের সামনে আয়োজিত সমাবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও ছাত্র সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রহেল চাকমা, মারমা স্টুডেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক উক্যনু মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী সুমতি বিকাশ চাকমা, খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী মায়া চৌধুরী, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর থানা শাখার সভাপতি আকাশ ত্রিপুরা, পিসিপির কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা ঝিমিট বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারি কলেজের শিক্ষার্থী তুষণ চাকমা।
রাঙামাটি : রাঙামাটি প্রতিনিধি জানান, চবির অপহৃত পাঁচ শিক্ষার্থীকে নিঃশর্ত মুক্তি ও এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে বিচারের দাবিতে রাঙামাটিতে গতকাল সকাল সাড়ে ১০টায় জেলা শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম প্রাঙ্গণ থেকে ‘রাঙামাটি আদিবাসী ছাত্র সমাজের’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ প্রাঙ্গণ পর্যন্ত গিয়ে পুনরায় জিমনেসিয়াম প্রাঙ্গণে ফিরে রাঙামাটি–চট্টগ্রাম সড়ক অবরোধ করে সমাবেশ করে। এসময় রাঙামাটি–চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। রাঙামাটি সরকারি কলেজের শিক্ষার্থী সুজন চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মেরিন বিকাশ ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদার, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) সাধারণ সম্পাদক রুমেন চাকমা, হিল উইমেন্স ফেডারেশন রাঙামাটি জেলা কমিটির সহসভাপতি কবিতা চাকমা, হিমেল চাকমা প্রমুখ। সমাবেশ শেষে রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয়া হয়।
বান্দরবান : বান্দরবান প্রতিনিধি জানান, অপহৃত পাঁচ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি এবং কাউখালীতে ধর্ষণের বিচারের দাবিতে বান্দরবানে আদিবাসী ছাত্র সমাজের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাহাড়ের শিক্ষার্থীরা। গতকাল বিকেলে বান্দরবান জেলা শহরের আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শহরের উজানী পাড়া থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে শেষ হয়। সেখানে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থী ম্যালকম ম্রো, বিটন তঞ্চঙ্গ্যা, উলিচিং মারমা, এডিসন চাকমা, তনয়া ম্রো, উসিং ম্যা মারমা, অংশৈসিং মারমা, ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় সহসভাপতি জন ত্রিপুরা প্রমুখ।
গত বুধবার বিঝু উৎসব শেষে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে ফেরার পথে ৫ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেয়া হয়। অপহৃতরা হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ–পিসিপি চবির শাখা সদস্য রিশন চাকমা ও তার চার বন্ধু বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মৈত্রীময় চাকমা, নাট্যকলা বিভাগের দিব্যি চাকমা, প্রাণিবিদ্যা বিভাগের লংঙি ম্রো এবং চারুকলা বিভাগের অলড্রিন ত্রিপুরা। তারা বিশ্ববিদ্যালয়ের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় শুরু থেকে ইউপিডিএফকে দায়ী করে আসছে জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি নিপন ত্রিপুরা। তবে অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা। এদিকে অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী।