খাগড়াছড়িতে অপহৃত চবি শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান

খাগড়াছড়ি প্রতিনিধি | শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৪:৩১ অপরাহ্ণ

খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। আজ শুক্রবার ভোর থেকে জেলা সদরের মধুপুর, পানখাইয়া পাড়া, চাবাই সড়ক নোয়াপাড়া এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। এসময় যৌথ বাহিনীকে বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে। এছাড়া বিভিন্ন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, আমরা অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছি। এছাড়া বেশ কিছু গুরত্বপূর্ণ সড়কে চেক পোস্ট বসানো হয়েছে। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।

বুধবার সকালে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে আসার পথে জেলা সদরের গিরিফুল এলাকা থেকে ৫ শিক্ষার্থীকে জোরপূর্বক তুলে নেয়া। এ ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফকে দায়ী করেছে জেএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি নিপুন ত্রিপুরা।ৃ তবে অপহরণের অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফের জেলা সংগঠক অংগ্য মারমা।

অপহৃতদের সুস্থ অবস্থায় নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে জনসংহতি সমিতি সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ ,বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে অধ্যায়নরত পাহাড়ি শিক্ষার্থীবৃন্দ এবং পরিবারের স্বজনরা।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে আগুনে ৬ ঘর পুড়ে ছাই, নারীসহ তিনজন দগ্ধ
পরবর্তী নিবন্ধকক্সবাজারের ঈদগাঁওয়ে ১১ জুয়াড়ি আটক