খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্সের অনুষ্ঠানে এমপি মোতাহের

স্মার্ট বাংলাদেশ গড়তে মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে হবে

| শনিবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪২ পূর্বাহ্ণ

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া নানা বাধা বিপত্তি পেরিয়ে মেয়েদের শিক্ষায় বিপ্লবের সূচনা করেছেন। সেই মশাল এখন বয়ে নিয়ে যাচ্ছেন নোবেল বিজয়ী মালালা ইউসুফ জাইয়ের মতো অসম সাহসী মহিলারা। তালেবানদের গুলিতে আহত হয়েও শিক্ষা গ্রহণ থেকে এক চুলও পিছপা হয়নি সে। যুগে যুগে জ্ঞানের আলোয় মানুষকে পথ চলতে উৎসাহ জুগিয়েছেন তারা। তারই ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বারোপ করেছেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের তাই যুগোপযোগী শিক্ষা গ্রহণ করতে হবে। অধীত বিদ্যা দেশের কল্যাণে কাজে লাগাতে হবে। কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের প্রতিষ্ঠিত খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্সের আওতাধীন প্রতিষ্ঠান খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ, খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, খলিলুর রহমান শিশু নিকেতন ও খলিলুর রহমান শিল্পকলা একাডেমির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মোতাহেরুল ইসলাম চৌধুরী এমপি উপরোক্ত মন্তব্য করেন। অনুষ্ঠানে কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান বলেন, শিক্ষা দিয়েই সমাজের অন্ধকার দূর করে প্রধানমন্ত্রীর ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে। কলেজের অধ্যক্ষ মুহম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে অধ্যাপক অভিজিত বড়ুয়া মানু ও শিক্ষক বিপ্লব ভট্টাচার্যের সঞ্চালনায় এতে অনলাইনে বক্তব্য রাখেন খলিলুর রহমান শিক্ষা কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা খলিলুর রহমান, কলেজের উপাধ্যক্ষ হাসিনা খানম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিক, শিশু নিকেতনের অধ্যক্ষ ছোটন নাথ প্রমুখ। সংবর্ধিত অতিথির উদ্দেশ্য মানপত্র পাঠ করেন অধ্যাপক সেলিনা আকতার। পরে সংসদ সদস্য কমপ্লেক্স প্রাঙ্গণে একটা গাছের চারা রোপন করেন। অনুষ্ঠানে শিক্ষা কমপ্লেক্সের রোভার স্কাউটের সদস্য ও শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমে রচিত হবে মানবিক সেতুবন্ধন
পরবর্তী নিবন্ধপেকুয়ায় কবরস্থান সংস্কারে বাধা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন