খনিজ না দিলে ইউক্রেনে স্টারলিংক বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র

| রবিবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৯:১৩ পূর্বাহ্ণ

ইউক্রেনের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ পাওয়ার জন্য কিয়েভের ওপর চাপ সৃষ্টি করেছে যুক্তরাষ্ট্র। চাপ প্রয়োগের কৌশল হিসেবে, ইউক্রেনে ইলন মাস্কের গুরুত্বপূর্ণ স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে মার্কিন প্রশাসন। মার্কিন কর্মকর্তারা এমন সতর্কতা জারি করেছেন বলে গতকাল শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবর বাংলানিউজের।

গত ২০ ফেব্রুয়ারি কিয়েভে ইউক্রেনীয় নেতা ভোলোদিমির জেলেনস্কি এবং ট্রাম্পের দূত কিথ কেলগের মধ্যে এক বৈঠক হয়। সেখানে ইউক্রেনীয়দের বলা হয়েছিল যে, যদি তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের চুক্তিতে স্বাক্ষর না করে, তাহলে তারা স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা ব্যবহারের সুযোগ দ্রুতই হারাবে।

বিষয়টির সঙ্গে পরিচিত তিনটি সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টের প্রাথমিক প্রস্তাব প্রত্যাখ্যান করে।

এরপর মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তাদের আলোচনায় স্পেসএক্সের মালিকানাধীন স্টারলিংকের ইন্টারনেট অ্যাক্সেসের বিষয়টি উঠে আসে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম প্রধান মিত্র ইলন মাস্ক ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর ২০২২ সাল থেকে চল্লিশ হাজারেরও বেশি ইন্টারনেট টার্মিনাল ইউক্রেনে অনুদান হিসেবে দিয়েছেন। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন এবং তার সেনাবাহিনীর জন্য স্টারলিংক গুরুত্বপূর্ণ ইন্টারনেট সংযোগ প্রদান করে। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনীয় সেনারা টার্মিনালগুলো ব্যাপক ব্যবহার করে আসছেন।

ইউক্রেনের ইন্টারনেট ব্যবস্থা এখন স্টারলিংকে কাজ করে। তারা এটিকে তাদের দিকনির্দেশক ধ্রুব তারা হিসেবেই বিবেচনা করে। দেশটি যদি এই সিস্টেম ব্যবহারের সুযোগ হারায়, তাহলে তাদের জন্য তা একটি বড় আঘাত হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে আরও সামরিক সহায়তা পেতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইউক্রেনের সম্পদে অগ্রাধিকারমূলক অংশীদারিত্বের প্রস্তাব দিয়েছিলেন জেলেনস্কি। ওইসব সম্পদের মধ্যে বিরল খনিজ পদার্থও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপেন্টাগনে ট্রাম্পের ঝাঁকুনি, শীর্ষ এক জেনারেল ও নৌপ্রধান বরখাস্ত
পরবর্তী নিবন্ধতেল আবিবকে মাটিতে মিশিয়ে দেওয়ার হুমকি ইরানের