ক্ষুব্ধ ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২০ at ৭:৪৬ পূর্বাহ্ণ

পিএসজির হয়ে দারুণ সময় কাটানো অ্যাঞ্জেল ডি মারিয়া বুঝতে পারছেন না, জাতীয় দলে তিনি কেন নেই। তবে হতাশা ঝেড়ে দলে ফিরতে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানালেন ক্ষুব্ধ এই মিডফিল্ডার। আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচের দলে নেই ডি মারিয়া। এ নিয়ে আর্জেন্টিনার একটি রেডিওকে বৃহস্পতিবার দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করেন ৩২ বছর বয়সী ফুটবলার। তিনি বলেন আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। আমি ভাষা হারিয়ে ফেলেছি। অনেকে বলে এর কারণ আমার বয়স ৩২ হয়ে গেছে। কিন্তু আমি একইভাবে চালিয়ে যাচ্ছি। প্রতি ম্যাচেই আমি তা দেখাই। এটা বুঝে ওঠা কঠিন যে, শারীরিকভাবে ভালো অবস্থায় থাকার পরও আমি কেন ডাক পাই না। এর কারণ তারা আমাকে চায় না। তবে আমার জায়গার জন্য লড়াই চালিয়ে যাব আমি। আগামী ৮ অক্টোবর ইকুয়েডর ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপে জায়গায় পাওয়ার লড়াই শুরু করবে আর্জেন্টিনা। পাঁচ দিন পর বলিভিয়ার মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়নরা। বয়সের প্রশ্নে লিওনেল মেসিসহ আরও অনেক খেলোয়াড়কে উদাহরণ হিসেবে তুলে ধরেন জাতীয় দলের হয়ে ১০২ ম্যাচে ২০ গোল করা এই উইঙ্গার। এ মাসের শুরুর দিকে লিগ ওয়ানে মার্সেইয়ের বিপক্ষে ম্যাচে অখেলোয়াড়সুলভ আচরণের জন্য চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ডি মারিয়া।

পূর্ববর্তী নিবন্ধযেতে হচ্ছে ভারত সীমান্তে, বাসে কান্না চীনা সেনাদের!
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা দাবায় এগিয়ে বিদেশী দাবাড়ুরা