বিজয় দিবস উপলক্ষে সাতদিনব্যাপী ‘বিজয় মেলা ও প্রদর্শনী-২০২২’ আয়োজন করেছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। নগরীর আগ্রাবাদের বিসিক ভবন প্রাঙ্গণে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্য ক্রয়-বিক্রয় ও বাজারজাতকরণের সহায়তার জন্যই প্রদর্শনীটির আয়োজন করে সংস্থাটি। গত ১৬ ডিসেম্বর বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বিসিক চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক (উপসচিব) মো. মোতাহের হোসেন। তিনি বলেন, বিসিক প্রতিষ্ঠার শুরু থেকে ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বিজয় মেলা ও প্রদর্শনীর আয়োজন। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য আমাদের এই ধরনের মেলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি বাংলাদেশ (নাসিব) চট্টগ্রামের সভাপতি আযম খান বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের জন্য সরকারের কাছে আমরা বেশি সহায়তা চাই। তিনি বিসিক ও নাসিবের কার্যক্রমকে আরো জোরদার করার আহ্বান জানান। বিসিক জেলা কার্যালয় চট্টগ্রামের উপমহাব্যবস্থাপক নিজাম উদ্দিন বলেন, উদ্যোক্তাদের সহায়তার জন্য বিসিক চট্টগ্রামের সবসময় তৎপর রয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশে বিসিক বরাবরের মতো উদ্যোক্তাদের পাশে থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক তানিজা জাহান। এছাড়া উদ্যোক্তাদের মধ্যে ছিলেন হালাল ও হেলদী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী জাহেদুল আলম।
মেলা ঘুরে দেখা গেছে, মেলায় ২৪টি স্টল অংশ নিয়েছে। এসব স্টলে হাতে তৈরি পোশাক, চামড়ার ব্যাগ, বেল্ট, জুতা, রেজিনের গহনা, চাবির রিং, মধু, ড্রাই ফ্রুটস, সরিষার তেল, বিভিন্ন ধরনের মসলা, আচার এবং চট্টগ্রামের শুঁটকিসহ হস্ত ও কুটির শিল্পের নানা ধরনের পণ্য রয়েছে। মেলা চলবে আগামী ২২ ডিসেম্বর (সকাল ১০টা-রাত ৮টা) পর্যন্ত।