ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষায় চট্টগ্রাম কোর্ট হিলে মাইকিং

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৯ আগস্ট, ২০২৪ at ৬:৪০ পূর্বাহ্ণ

ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দেশকে রক্ষায় জনসাধারণের উদ্দেশ্যে চট্টগ্রামের কোর্ট হিলে মাইকিং করা হয়েছে। গতকাল জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ মাইকিং করা হয়। এসময় জনসাধারণের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, সহ সাধারণ সম্পাদক মো. কাশেম কামাল। আরও বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মো. মফিজুল হক ভূঁইয়া, মো. সামশুল আলম, মো. শাহাদাত হোসেন, আবুল হাসান শাহাবুদ্দিন, মো. ইফতেখার হোসেন চৌধুরী. মশকুরা বেগম মেরী, মোহাম্মদ শাকিল ও শাহ ইমতিয়াজ রেজা চৌধুরী নিশান। বক্তারা বলেন, ছাত্রজনতার দীর্ঘ সংগ্রাম ও অসংখ্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত ছাত্রজনতার বিজয় জনগণ যখন উদযাপন করছে তখন কতিপয় দুষ্কৃতকারী ছাত্রজনতার বিজয়কে ম্লান করার উদ্দেশ্যে বিভিন্ন সরকারি স্থাপনাসহ জনগণের জানমালের ক্ষতি করছে। এমতাবস্থায় দুষ্কৃতকারীদের ক্ষতিকর কর্মকাণ্ড থেকে জনগণের জানমাল ও সরকারি সম্পদের রক্ষা করা দেশপ্রেমিক জনগণের দায়িত্ব। তাই যে কোনো ধরনের গুজব থেকে দূরে থেকে আশেপাশের ধর্মীয় স্থাপনা, সরকারি স্থাপনা ও সম্পদ রক্ষা করতে হবে। পরষ্পর পরষ্পরের প্রতি ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধ১১ দফা না মানা পর্যন্ত কর্মবিরতির ঘোষণা