তিন দফা নামাজে জানাজা শেষে ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজসেবক এমডি এম জালাল উদ্দিন চৌধুরীর লাশ মীরসরাই উপজেলার ১২নং খৈয়াছরা ইউনিয়নের মসজিদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। এতে নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। দ্বিতীয় জানাজা বায়েজিদের ক্লিফটন অ্যাপারেলস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে বাদ জোহর মীরসরাইর খৈয়াছড়ার মসজিদিয়া গ্রামে বজলুস সোবহান চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় দফা জানাজা শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রখ্যাত সমাজকর্মী এমডি এম জালাল উদ্দীন চৌধুরী গত ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৮ টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছিলেন।
শোক প্রকাশ : ক্লিফটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি এম জালাল উদ্দীন চৌধুরীর ইন্তেকালে বিজিএমইএ পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুম এমডিএ জালাল উদ্দীন চৌধুরীর মতো গুণীজনের মৃত্যুতে দেশ একজন সমাজ হিতৈষী দানবীর ও আদর্শ শিল্পোদ্যোক্তাকে হারাল, যা সমাজের জন্য অপূরণীয় ক্ষতি।