ভারতের কর্নাটক রাজ্যের উচ্চ আদালত ক্লাসে হিজাব পরা নিষিদ্ধের পক্ষে রায় দিয়েছে। ফলে ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে উচ্চ আদালতে দায়ের করা পাঁচটি পিটিশন খারিজ হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দেওয়া রায়ে রাজ্যটির উচ্চ আদালত বলেছে, হিজাব পরা বাধ্যতামূলক কোনো ধর্মীয় অনুশীলন না। ক্লাসে হিজাব পরার অধিকার দাবিকারী পিটিশনকারীরা এ রায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে। খবর বিডিনিউজের। গত মাসে ভারতের দক্ষিণাঞ্চলীয় এ রাজ্যটিতে ক্লাসে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল মুসলিম শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা, এর পাল্টা প্রতিবাদ করেছিল হিন্দু শিক্ষার্থীরা। রায়ে কর্নাটক হাই কোর্টের প্রধান বিচারপতি রিতু রাজ অবস্থি বলেন, আমাদের বিবেচিত মতামত হচ্ছে, মুসলিম নারীদের হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলনের অংশ নয়। সরকারি আদেশটি চ্যালেঞ্জ করে করা পিটিশনগুলো খারিজ করে দিয়ে তিনি বলেন, অভিন্ন নির্দেশনা দেওয়ার ক্ষমতা সরকারের আছে।