ক্লাসে না আসলে ছাত্ররা কোথায় থাকে তার খবর রাখতে হবে

মতবিনিময় সভায় সিএমপি কমিশনার

| বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:৩১ পূর্বাহ্ণ

সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় বলেছেন, পুলিশ পলিসি মেকার নয়, বাস্তবায়নের চেষ্টা করে মাত্র। কোনো এলাকার আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে পুলিশের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসতে হবে। সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের কথা আলোচনায় আসছে। পুলিশ ফাইনালি কাজ করে। অর্থাৎ পুলিশের কাজ হচ্ছে ধরে জেলে দেওয়া। কিন্তু এ পর্যায়ে আসার আগের বিষয়টি ভাবতে হবে। তিনি বলেন, যদি কোনো ছাত্র ক্লাসে অনুপস্থিত থাকে, ঐ সময় তারা কোথায় থাকে খবর রাখতে হবে। প্রথমদিকে ক্লাস ফাঁকি দিয়ে অন্য খারাপ লোকের সান্নিধ্যে যায়। পরবর্তীতে নিজেরাই খারাপ কাজে জড়িয়ে পড়ে। এ ব্যাপারে সর্বাগ্রে পরিবারকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

গতকাল মঙ্গলবার প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক। শহীদুল্লাহ শাহরিয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফারুক ইকবাল, ডিসি (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান, জসীম চৌধুরী সবুজ, মঞ্জুরুল আলম মঞ্জু, শফিউল আলম ও নুরুল আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঢাবি ক্যাম্পাসে গোলাম মাওলা রনির গাড়িতে হামলা
পরবর্তী নিবন্ধকক্সবাজারের ঈদগাঁওতে আগুনে পুড়ে ছাই হলো ফার্নিচার মার্কেট