ক্রেতার সাথে দুর্ব্যবহার লোহাগাড়ায় দোকানিকে৩০ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া প্রতিনিধি | শুক্রবার , ২১ এপ্রিল, ২০২৩ at ১১:৩১ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় ক্রেতার সাথে দুর্ব্যবহার করায় এক দোকানিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার দিবাগত রাত ১২টায় উপজেলা সদর বটতলী স্টেশনের আইস পার্কে ‘জুতা বাজার’ নামে দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফ উল্যাহ। তিনি জানান, একজন ক্রেতা জুতা বাজার নামক দোকান থেকে এক জোড়া জুতা কিনেন। বাসায় গিয়ে দেখতে পান দুইটি জুতার সাইজ ভিন্ন। পরে জুতা জোড়া পরিবর্তন করতে আসলে দোকানের কর্মচারীরা ক্রেতার সাথে অত্যন্ত দুর্ব্যবহার করেন। ভ্রাম্যমাণ আদালতে অভিযোগটি প্রমাণিত হয় এবং অভিযুক্ত ব্যক্তি অপরাধ স্বীকার করায় আদালতে তাকে এই দণ্ড প্রদান করে। এছাড়া ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়েছে। জনস্বার্থে ও জনকল্যাণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে লোহাগাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ঈদগাহ ময়দান প্রতিষ্ঠা ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর অবদান
পরবর্তী নিবন্ধজাতীয় সমাজতান্ত্রিক দলের আলোচনা সভা