গতকাল রোববার লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ঈদের নাটক ‘ক্রেজি লাভার’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জাহের আলভী ও সামিয়া অথৈ। এছাড়াও আছেন শিখান খান মৌ, ইমরান হোসাইন হাসো, এইচ কে স্বাধীন, মুকুল খান প্রমুখ। নাটকটি রচনা করেছেন আরিফ খান স্বাধীন।
পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম। চিত্রগ্রহণে ছিলেন হাসান জুয়েল, সম্পাদনা ও কালার করেছেন টিডি দিপক। সংগীত করেছেন সজীব দাস, টাইটেল গানটি গেয়েছেন রাজন রোমান।
পরিচালক জিয়াউদ্দিন আলম জানান, কোরবানির ঈদে উপলক্ষে তার চারটি নাটক প্রকাশ পেয়েছে। তার মধ্যে একটি হলো ‘ক্রেজি লাভার’। ঈদের আনন্দকে মাথায় রেখেই তিনি নাটকগুলো নির্মাণ করেছেন। তার বিশ্বাস নাটকগুলো দর্শক উপভোগ করবেন।