ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের স্টেডিয়াম পরিদর্শন

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২১ এপ্রিল, ২০২৪ at ৮:০৫ পূর্বাহ্ণ

সারা দেশের স্টেডিয়াম এবং ক্রীড়া স্থাপনা গুলোর কি অবস্থা তা সরেজমিনে দেখতে পরিদর্শন শুরু করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের স্থাপনাগুলো পরিদর্শন করছেন। গতকাল বিকেলে এই প্রতিনিধি দল এম এ আজিজ স্টেডিয়ামের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। বিশেষ করে স্টেডিয়ামের মাঠ, সামনের অনুশীলন মাঠ, সুইমিং পুল, জিমনেসিয়াম ঘুরে দেখেন। এসব জায়গায় কি কি সমস্যা রয়েছে সে সব চিহ্নিত করেন।

অবশ্য এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের একজন পরিচালক এম এ আজিজ স্টেডিয়ামের সব স্থাপনা পরিদর্শন করে গিয়েছিলেন। তিনি সে সময় জাতীয় ক্রীড়া পরিষদের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালককে কিছু নির্দেশনা দিয়ে গিয়েছিলেন। এছাড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এম এ আজিজ স্টেডিয়ামের সংস্কার, ফ্লাড লাইট সংস্কার, স্টেডিয়ামের সামনের মাঠ সংস্কার, জিমনেসিয়াম ভবন সংস্কার সহ বেশ কিছু প্রস্তাবনা ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানোর কথা। যদিও সে সব বিষয়ের কোন অগ্রগতি রয়েছে কিনা তা ঢাকায় গিয়ে জানাতে পারবেন বলে জানিয়েছেন প্রতিনিধি দলের এক সদস্য। প্রতিনিধি দলের এই সদস্য জানিয়েছেন এটা কেবলই তাদের রুটিন পরিদর্শন। তারা এখানকার অবস্থা দেখছেন, সমস্যাগুলো চিহ্নিত করছেন, এরপর ঢাকায় গিয়ে রিপোর্ট দেবেন। আর সে রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গতকাল এই পরিদর্শনকালে সিজেকেএস সহ সভাপতি এ কে এম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, নির্বাহি সদস্য দিদারুল আলম, সিজেকেএস কাউন্সিলর মকসুদুর রহমান বুলবুল, জাফর ইকবাল, জাতীয় ক্রীড়া পরিষদের চট্টগ্রাম বিভাগীয় উপ পরিচালক আসলাম হোসেন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধশান্ত-মুশফিকদের ১৬০০ মিটার দৌড়
পরবর্তী নিবন্ধপাইরেট্‌সের কাছে হেরে ছন্দপতন আবাহনীর