কাপ্তাই উপজেলার বিশিষ্ট ক্রীড়াবিদ এবং উপজেলা ক্রীড়া সংস্থার সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী মাকসুদুর রহমান বাবুল (৬৫) আর নেই। তিনি গতকাল (২২ আগস্ট) কাপ্তাই লগগেইটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং ১ কন্যা সন্তানসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ক্যান্সারসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। কাজী মাকসুদুর রহমান বাবুলের মৃত্যুতে কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন, জাতীয় দলের সাবেক খেলোয়াড় এফ আই কামাল (ছোট কামাল) এবং ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক শাহাব উদ্দীন আজাদ গভীর শোক প্রকাশ করেন। গতকাল (বৃহস্পতিবার) কাপ্তাই হাইস্কুল মাঠে জানাজা শেষে তাঁকে লগ গেইট কবরস্থানে দাফন করা হয়।