রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনী ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের বড় ধরনের ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমনটি জানিয়েছে। ২০১৪ সালে মস্কো ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেয়। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর পূর্ণ আক্রমণ শুরু হওয়ার পর থেকেই ক্রিমিয়া কিয়েভের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কিন্তু সামপ্রতিক সপ্তাহগুলোতে আরও তীব্র ও বর্ধিত আক্রমণের আওতায় এসেছে উপদ্বীপটি। খবর বাংলানিউজের।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল শুক্রবার ভোরে বলেছে, তাদের বাহিনী নয়টি ড্রোন ভূপাতিত করেছে। আরও ৩৩টি ড্রোন ইলেকট্রনিক ওয়ারফেয়ারের মাধ্যমে দমানো হয়। এসব ড্রোন লক্ষ্যে পৌঁছানোর আগেই ভূপাতিত হয়ে যায়।
তবে এসব ড্রোনে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এটি আরও বলছে, মস্কো সীমান্তে কালুগা অঞ্চলে ইউক্রেনের উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।