ক্রিকেট নিয়ে বাজি বন্ধ হোক

| রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:১৫ পূর্বাহ্ণ

ক্রিকেট আমাদের জন্য দারুণ উপভোগ্য এক খেলার নাম। সবাই শৈশব কৈশোরে কমবেশি স্কুলের মাঠে ক্রিকেট খেলছে। সেই নির্মল আনন্দের ক্রিকেটকে আমরা বিষিয়ে তুলছি দিনদিন। বর্তমান সময়ে চায়ের দোকানের সামনে ভিড় করা তরুণ, ছাত্র, কিংবা মাঝবয়সীসহ যারা আছেন, সবাই টেলিভিশনে ক্রিকেট খেলা দেখেন আর বাজি ধরেন। তাদের বাজি টাকার অঙ্কে খুব বড় নয়, কিন্তু তাদের এ নেশাটা ভয়ংকর হয়ে উঠছে। বাজি ধরতে গিয়ে অনেকে এরই মধ্যে সর্বস্ব খুঁইয়েছেন। কিন্তু এটা নিয়ে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। আবার অনেকেই অপরাধমূলক কাজ শুরু করে। বরং নানা কায়দায় অর্থ সংগ্রহ করে প্রতিদিন ক্রিকেট বাজির নামে জুয়া খেলায় মেতে ওঠেন। কম বয়সী তরুণ থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যন্ত এই জুয়ায় আসক্ত হয়ে পড়েছে যা উদ্বেগের। কোনো কোনো অফিসেও নাকি সহকর্মীরা নিজেদের মধ্যে বাজি ধরছেন। এর পরিণতি আত্মহত্যা বা বাড়ি, জমি সব বিক্রি করা পর্যন্ত গড়ায়।

এ ধরনের জুয়া আমাদের সামাজিক শান্তি বিনষ্টের কারণ হয়ে দাঁড়ায়। সমাজে বড় ধরনের কোনো সর্বনাশ হওয়ার আগেই লাগাম টেনে ধরতে হবে, বন্ধ করতে হবে এই অনৈতিক কর্মকাণ্ড। তাই আসুন ক্রিকেট নিয়ে বাজি ধরি বন্ধ করি, খেলাটাকে বিনোদন হিসেবে গ্রহণ করি।

মোঃ রনি চৌধুরী

শিক্ষার্থী,

প্রিমিয়ার ইউনিভার্সিটি

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পূজা উদযাপন পরিষদের সাথে বিএনপির মতবিনিময়
পরবর্তী নিবন্ধমূল্যবান হও মূল্যায়ন করতে শিখে নাও