ক্রিকেট খেলবেন এবার শোবিজ তারকারা

| বুধবার , ৬ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৫৯ পূর্বাহ্ণ

ক্রিকেট খেলবেন এবার শোবিজ তারকারাও। দেশের পরিচালক, অভিনেতাঅভিনেত্রী ও গায়কগায়িকারা খেলায় অংশ নেবেন। বিশ্বকাপ জয়ের মিশনকে সারা দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে করা হয়েছে আয়োজন। ‘আমরা বিশ্বকাপ চাই’ শীর্ষক স্লোগানে উদ্যোগটি নিয়েছে জি নেক্সট। জানা গেছে, এতে আটটি টিম অংশ নেবে। প্রতি টিমে মেন্টর বা উপদেষ্টা হিসেবে থাকবেন একজন সাবেক ক্রিকেট তারকা। দলগুলোর নেতৃত্ব দেবেন আটজন পরিচালক। তারা হলেন সালাহউদ্দিন লাভলু, গিয়াসউদ্দিন সেলিম, চয়নিকা চৌধুরী, রায়হান রাফি, মোস্তফা কামাল রাজ, দীপঙ্কর দীপন, শিহাব শাহীন।

আরেক দলের মালিক ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান। দলের ক্যাপ্টেন এখনও নিশ্চিত হয়নি। একটি সূত্রে জানা গেছে, ২৮৩০ সেপ্টেম্বর টানা তিনদিনে শেষ হবে তারকাদের ক্রিকেট খেলার টুর্নামেন্ট। খেলা অনুষ্ঠিত হবে মিরপুর ইনডোর স্টেডিয়ামে। এতে অংশ নেবেন আফরান নিশো, পরীমনি, সাইমন সাদিক, রাশেদ মামুন অপু, সিয়াম আহমেদ, তমা মির্জা, ইরেশ যাকেরসহ আরও কজন তারকা। বেশ কয়েকদিন ধরেই চলছে প্র্যাকটিস। প্রতিটি দলই নিজেদের চ্যাম্পিয়ন করতে প্রস্তুতি নিচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধঅজিত রায় স্মরণানুষ্ঠান
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন পরীমণি