ক্রিকেটার, কোচ সবাই করোনা নেগেটিভ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ২ অক্টোবর, ২০২০ at ৬:১৮ পূর্বাহ্ণ

আগের পরীক্ষাগুলোয় দুএকজনের পজিটিভ এসেছিল। তবে এবার আর কারও পজিটিভ নয়। গত বুধবার ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ এবং প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলের ৩২ স্টাফসহ যে ১০৫ জনের কোভিড১৯ টেস্ট করানো হয়েছিল তারা কেউই করোনা পজিটিভ নন। সবাই নেগেটিভ। গতকাল তথ্য জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। তিনি বলেন, খুব ভাল খবর যে আমরা সব মিলে ১০৫ জনের করোনা টেস্ট করিয়েছিলাম। সবার নমুনার ফলাফল এসেছে নেগেটিভ। অর্থাৎ এখন জাতীয় দলের ক্রিকেটার, কোচ, সাপোর্টিং স্টাফ ও হোটেল স্টাফদের সবাই করোনামুক্ত। সবাই নিশ্চিন্তে অনুশীলনে যোগ দিতে পারবে।

গত বুধবার রাতেই করোনা টেস্টের রেজাল্ট পাওয়া গিয়েছিল। আর তা ক্রিকেটারদেরও জানিয়ে দেয়া হয়েছিল। সেই খবর পেয়ে গতকাল সকালের মধ্যেই ক্রিকেটাররা হোটেলে উঠে যায়। হোটেল থেকেই দুপুরে মিরপুরে অনুশীলনে আসে ক্রিকেটাররা। যুব ক্রিকেটারদের ব্যাপারেও সুখবর জানিয়ে বিসিবি প্রধান চিকিৎসক বলেন, জাতীয় দলের সঙ্গে বিকেএসপিতে আবাসিক ক্যাম্পের আগে যুব দলের (অনূর্ধ্ব১৯) ক্রিকেটার, কোচিং স্টাফ এবং সাপোর্টিং স্টাফের করোনা পরীক্ষা করানো হয়েছিল। সেখানেও সবার নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। অর্থাৎ অনুশীলন ক্যাম্পের কার্যক্রম শুরু করতে কোনো বাধা নেই। গতকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় দলের অনুশীলন। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই অনুশীলন পর্ব। এই অনুশীলন ক্যাম্পের মধ্যেই আজ থেকে একটি দুইদিনের, ৬ অক্টোবর একটি দুইদিনের এবং ১৩ থেকে ১৫ অক্টোবর একটি তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। যেখানে ক্যাম্পে থাকা ২৭ জন খেলোয়াড়ের মধ্য থেকেই সাজানো হবে দুই দল।

পূর্ববর্তী নিবন্ধজার্মানিতে আবার কড়াকড়ি আরোপের ঘোষণা
পরবর্তী নিবন্ধমুজিববর্ষ ফুটবল টুর্নামেন্টে চার দলের ম্যানেজার মনোনীত