ক্যালিফোর্নিয়ায় ফিলিস্তিনপন্থী শিবির গুঁড়িয়ে দিয়েছে পুলিশ

বিপর্যস্ত কলাম্বিয়া ক্যাম্পাসও, ব্যাপক ধরপাকড় | শুক্রবার , ৩ মে, ২০২৪ at ৭:৪১ পূর্বাহ্ণ

গাজায় ইসরায়েলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে চলমান প্রতিবাদবিক্ষোভ দমনে তৎপর দাঙ্গা পুলিশ গতকাল বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ)- এ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের তাঁবু শিবির গুঁড়িয়ে দিয়েছে। ফ্ল্যাশ ব্যাং ব্যবহার করার পাশাপাশি বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। ভেঙে দিয়েছে তাদের তাঁবু। টিভিতে সরাসরি সমপ্রচারিত ফুটেজে পুলিশকে তাঁবু, ব্যারিকেড ভেঙে বিক্ষোভশিবির নির্মূল করা এবং বিক্ষোভকারীদের গ্রেপ্তার করে নিয়ে যেতে দেখা গেছে। খবর বিডিনিউজের।

ওদিকে, পুলিশি অভিযানে বিপর্যস্ত হয়েছে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও। বিশ্ববিদ্যায়লটির সব প্রবেশপথেই এখন অবস্থান নিয়েছে পুলিশ ও নিরাপত্তাকর্মীরা। রাস্তায় বসানো হয়েছে ব্যারিকেড। জিনিসপত্র নিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে যাচ্ছে। ক্লাস বাতিল হয়েছে। পরীক্ষা কবে হবে ঠিক নেই। গোটা বিশ্ববিদ্যালয় পরিস্থিতি থমথমে। এরপর কী হতে চলেছে তা নিয়ে বিরাজ করছে অনিশ্চয়তা। বিবিসিকে শিক্ষার্থীরা বলেছেন, মঙ্গলবার গাজা যুদ্ধ বিরোধী বিক্ষোভ ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের হ্যামিলটন হলে অভিযান চালিয়ে পুলিশের ১০০’র বেশি মানুষ আটকের ঘটনায় পুরো ক্যাম্পাসই এখন বিপর্যস্ত। পুলিশের এই অভিযানের পর এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত শফিক বলছেন, ‘তাকে শিক্ষার্থী এবং অন্যান্য অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানের নির্দেশ পুলিশকে দিতে হয়েছেএটি খুবই দুঃখজনক। এ ক্ষত শুকাতে সময় লাগবে।’ ইসরায়েল সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও কোম্পানিকে বয়কটের দাবিতে কিছুদিন ধরেই শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে যুক্তরাষ্ট্রজুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে। মঙ্গলবার কয়েকটি জায়গায় এ বিক্ষোভ সহিংস সংঘর্ষে রূপ নেয়। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে (ইউসিএলএ) মঙ্গলবার রাতে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের ওপর হামলা চালায় ইসরায়েল সমর্থকদের একটি দল। দুই পক্ষে ভয়াবহ সংঘর্ষ হয়। ইসরায়েলসমর্থকরা ফিলিস্তিনপন্থি বিক্ষোভকারীদের ওপর লাঠি নিয়ে চড়াও হয়। শিবিরের ব্যারিকেড ভাঙার চেষ্টা চালায় তারা। সহিংস ঘটনার জেরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অবিলম্বে পুলিশ ডাকে।

পূর্ববর্তী নিবন্ধচীনের দক্ষিণাঞ্চলে মহাসড়ক ধসে নিহত ৪৮
পরবর্তী নিবন্ধইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ