ক্যাম্পে সন্ত্রাসীর গুলিতে রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত

উখিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৬ মার্চ, ২০২৩ at ১০:২৪ পূর্বাহ্ণ

উখিয়ার বালুখালী ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে ৮/ওয়েস্ট ক্যাম্পে আব্দুর রশিদ (৩২) নামে এ রোহিঙ্গা ভলান্টিয়ারকে হত্যা করা হয়। তিনি ওই ক্যাম্পের আবুল বশরের ছেলে।

জানা যায়, নিহত রশিদ উক্ত ক্যাম্পে একটি এনজিও অফিসের পাহারাদার হিসেবে কাজ করতেন। রাতে পাহারাদারের কাজ সেরে সকালে ক্যাম্পের নিজ ঘরে ফেরার পথে ১২/১৪ জনের মুখোশ পরা সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।

১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ বলেন, সকাল ৮টার দিকে ক্যাম্পে সন্ত্রাসীরা স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে জানান।

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধনিউজিল্যান্ডে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা
পরবর্তী নিবন্ধনিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন