ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৪:৪৯ পূর্বাহ্ণ

উখিয়ার শরণার্থী ক্যাম্পে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। গতকাল মঙ্গলবার দুপুর ১টার দিকে উখিয়ার থাইংখালীর জামতলী ক্যাম্প ১৩তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী। নিহতরা হলেন মৃত বেছা আলীর ছেলে রফিক উদ্দিন (৩০) ও মাহমুদ হাসানের ছেলে মো. রফিক (৩৪)। গুলিতে গুরুতর আহত অবস্থায় মো. হোসেনের ছেলে মো. ইয়াসিনকে (২৮) কঙবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহতরা সবাই রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর জি/৪ ব্লকের বাসিন্দা।

ক্যাম্পের রোহিঙ্গারা জানান, দিনে দুপুরে প্রকাশ্যে ১৮/২০ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী ত্রাসের সৃষ্টি করে। তারা গুলি করতে করতে জি/৪ নম্বর ব্লকের রোহিঙ্গা রফিক উদ্দিনের ঘরে প্রবেশ করে তাকে গুলি করে। পাশাপাশি ঘরেও তাণ্ডব চালায়। এ সময় তারা ঘরের বাসিন্দা মো. রফিক ও তার ভাই ইয়াসিনকে গুলি করে চলে যায়।

৮ এপিবিএন’র এএসপি মো. ফারুক আহমেদ জানান, একদল দুষ্কৃতিকারী দুপুর ১টার দিকে এসে রফিকের ঘরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে বুকের বাম পাশে গুলি লেগে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গা মারা যান। অপর রফিককে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার চোখের ওপর দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায় ও হাতের বাম পাশে গুলি লাগে। এ ঘটনায় অপর রোহিঙ্গা মো. ইয়াসিন গুলিবিদ্ধ হলে তাকে কঙবাজার জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পূর্ব শত্রুার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। এ পুলিশ কর্মকর্তা আরও জানান, ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

অন্যদিকে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার বালুখালী ১৮ নম্বর ক্যাম্পে দুই বিবদমান সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানা যায়। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় ক্যাম্পে বিভিন্ন সেবা সংস্থার কর্মীদের নিরাপদে নিয়ে আনা হলেও ঘণ্টা দুয়েক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে তারা পুণরায় কাজে যোগ দেন বলে জানা গেছে।