ঋতুচক্রের পালাবদলে বসন্তের পরেই এক নতুন রূপ–রস–গন্ধ নিয়ে বাংলার প্রকৃতিতে আসে গ্রীষ্ম। গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুর শুধু যে পোড়ায় তা কিন্তু নয়, প্রকৃতিকে দান করে এক নয়নাভিরাম সৌন্দর্য। গ্রীষ্মের এই রূপমাধুরীর এক অপরূপ নিদর্শন প্রকৃতিকন্যা খ্যাত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাকৃবি ক্যাম্পাসের কৃষ্ণচূড়া, রাধাচূড়া, কনকচূড়া সোনালু আর জারুল ফুল নজর কাড়ে সকলের। এই সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ করে আম বাগান–লিচু বাগানের সব ফলমূল। ক্যাম্পাসের সৌন্দর্য উপভোগের পাশাপাশি প্রতিদিনই আম–লিচু বাগানগুলোতে বহিরাগতের আনাগোনা লক্ষণীয়ভাবে বেড়েছে। ক্যাম্পাসে বহিরাগতদের অবাধ বিচরণ সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়িয়েছে। এই সময়ে এসব স্থানগুলোতে বহিরাগত ও বখাটে ছেলেদের উৎপাত বেশি থাকায় মেয়ে শিক্ষার্থীদের জন্য হর্টিকালচার ফার্ম বা এগ্রোনমি ফিল্ডে ক্লাস করতে যাওয়া নিরাপদ নয়। তাই বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলাকালীন এই এলাকাগুলোতে বহিরাগত প্রবেশ সীমিতকরণ এবং সার্বিক নিরাপত্তা বৃদ্ধির জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।
ফারজানা ইসলাম বীথী
কৃষি অনুষদ,
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।