‘তবুও কিছুই যেন ভালো যে লাগে না কেন…’। সত্যিই কিছু ভালো লাগছে না ‘মহীনের ঘোড়াগুলি’র ভক্তদের। গুরুতর অসুস্থ এই গানটির জনক তাপস দাস অর্থাৎ বাপিদা। খবর বাংলানিউজের।
১৯৭৬ সালে কলকাতায় প্রতিষ্ঠিত প্রথম বাংলা স্বাধীন রক ব্যান্ড ‘মহীনের ঘোড়াগুলি’। গৌতম চট্টোপাধ্যায়, বিশ্বনাথ চট্টোপাধ্যায়, প্রদীপ চট্টোপাধ্যায়, রঞ্জন ঘোষাল, এব্রাহাম মজুমদার, তাপস দাস ও তপেশ বন্দ্যোপাধ্যায়-এই সাতজন সঙ্গীতশিল্পীকে নিয়ে প্রতিষ্ঠিত হয় সঙ্গীত দলটি।
সত্তর থেকে নব্বইয়ের দশকে আধুনিক বাংলা গানের ধরন বদলে দিয়েছিল তারা। এই দলের সবচেয়ে পুরনো সদস্যদের একজন তাপস দাস। যিনি সবার কাছে বাপীদা নামেই পরিচিতি। তিনি ভালো নেই।
তাপস দাস বাপী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। ৬৮ বছর বয়স প্রবীণ এই শিল্পীর চারটি কেমোথেরাপি নেওয়া হয়েছে আগেই। সমপ্রতি তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে খবর।
জানা গেছে, তাপস দাসের চিকিৎসায় প্রচুর অর্থ প্রয়োজন। ইতোমধ্যে তার চিকিৎসার জন্য অনুদান সংগ্রহ শুরু হয়েছে। তাকে সারিয়ে তুলতে চিকিৎসার জন্য পরিবারের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তার ভক্তরা। ইতোমধ্যে সামাজিকমাধ্যমে অনুদান সংগ্রহের ডাক উঠেছে। যে উদ্যোগের সামিল হলেন পশ্চিমবঙ্গের মেধাবী সংগীতশিল্পী অর্ক মুখার্জিও।
মঙ্গলবার সামাজিকমাধ্যমে তাপস দাসের শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি পোস্ট দেন। অর্ক লেখেন, অন্য কে কী করেছে না করেছে তার জন্য না ভেবে যদি সত্যিই কোনোদিন ভেবে থাকেন ‘কোথায় রয়েছে ভাবি লুকিয়ে বিষাদ তবুও’-তবে মনে রাখবেন একটু একটু করে হলেও এই মানুষটিকে বাঁচানোর দায় আমাদেরও আছে।
সদ্য বিদায়ী বছরের ২৫ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বাংলা সংগীতমেলায় নাকে রাইলস টিউব লাগানো অবস্থায় হুইল চেয়ারে বসেই গান গাইতে দেখা যায় তাপস দাসকে। সেই ভিডিও সামাজিকমাধ্যমে এখন ভাইরাল।