ক্যান্সারের কাছে হেরে গেলেন সাবেক কাউন্সিলর তারেক সোলেমান সেলিম

আলকরণে সাধারণ ওয়ার্ডে নির্বাচন স্থগিত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৯ জানুয়ারি, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

আশির দশকের স্বৈরাচারবিরোধী আন্দোলনের আলোচিত ছাত্রনেতা, সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা তারেক সোলেমান সেলিম অবশেষে ক্যান্সারের কাছে হেরে গেলেন। গতকাল সোমবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার বাদ জোহর নগরীর পুরাতন রেলস্টেশন ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তাঁর ইন্তেকালে রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তারেক সোলেমানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগ, চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, এঙ কাউন্সিলর ফোরামের সভাপতি জালাল উদ্দিন ইকবাল, সাধারণ সম্পাদক মুহাম্মদ জামাল হোসেন গভীর শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, তারেক সোলেমান সেলিম আলকরণ ওয়ার্ড থেকে চারবার কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। তিনি মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যও ছিলেন। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনেও কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন তিনি। আওয়ামী লীগের সমর্থন না পেলেও বিদ্রোহী হিসেবে ছিলেন ভোটের মাঠে।
এদিকে তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান আজাদীকে জানান, আলকরণ ওয়ার্ডের এক প্রার্থী মারা যাওয়াতে আমরা শুধুমাত্র সাধারণ ওয়ার্ডের ভোট গ্রহণ স্থগিত করেছি। সংরক্ষিত ওয়ার্ডের ভোট গ্রহণ হবে।
তারেক সোলেমান সেলিমের ইন্তেকালে আরও শোক প্রকাশ করেছেন-মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন প্রফেসর ড. মাহফুজা খানম, প্রেসিডিয়াম মেম্বার প্রকৌশলী দেলোয়ার মজুমদার, প্রকৌশলী রথীন সেন, সাধারণ সম্পাদক রুনু আলী, প্রদীপ ভট্টাচার্য্য, রেজাউল কবীর, অধ্যাপিকা রোজী সেন, মহানগর কমিটির সভাপতি প্রফেসর ড. গাজী সালেহউদ্দিন, সাধারণ সম্পদক এ এস এম জাহিদ হোসেন, খেলাঘর দক্ষিণ জেলার সভাপতি সাংবাদিক জসিম চৌধুরী সবুজ, সাধারণ সম্পাদক অধ্যাপক বিপ্লব বসু, খেলাঘর উত্তর জেলার সভাপতি সাংবাদিক খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ কাশেম, আ, লীগ নেতা জামশেদুল আলম চৌধুরী, ইয়াছিন আরাফাত প্রমূখ।

পূর্ববর্তী নিবন্ধনৌকায় ভোট দিন, প্রধানমন্ত্রী বিশ্বমানের নগরী উপহার দেবেন
পরবর্তী নিবন্ধবৃষ্টি নামবে, বাড়বে শীত