ক্বণন’র আবৃত্তি অনুষ্ঠান ‘সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের’

| শনিবার , ৩০ মার্চ, ২০২৪ at ১০:৫৮ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এবং বিজয়ের আনন্দবেদনার কাব্যিক ও বাচিক পরিবেশনার মধ্য দিয়ে স্বাধীনতার আবৃত্তি অনুষ্ঠান করলো ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন। স্বাধীনতা দিবস উপলক্ষে ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন গতকাল শুক্রবার বিকালে আজাদী মিলনায়তনে ‘সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের’ শিরোনামে স্বাধীনতার আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পী ও প্রশিক্ষক মোসতাক খন্দকার। নির্ধারিত আলোচক হিসাবে বক্তব্য রাখেন শিক্ষার্থী অভিভাবক কলামিস্ট মো. দিদারুল আলম এবং ক্বণন কার্যকরী পরিষদ সদস্য আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী।

স্বাধীনতার কবিতার এই আবৃত্তি অনুষ্ঠানে স্বাধীনতার পঙক্তিমালার আবৃত্তি পরিবেশন করে ক্বণন’র একঝাঁক আবৃত্তি শিল্পী। আবৃত্তিতে অংশগ্রহণ করে আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী, প্রেমা চৌধুরী, সুস্মিতা চৌধুরী, মুনয়িম আসরা, মোহাম্মদ রিদওয়ান, মনীষা দাশ, মেহজাবিন, আফরা, জারিফ, নওশিন, রেনেসাঁ, নুসাইবা, নাবিলা, ফাবিহা ও রুজাইনা রুহি। অনুষ্ঠানে আহসান হাবিব, আবুল হোসেন, শামসুর রাহমান, আল মাহমুদ, মহাদেব সাহা, সৈয়দ শামসুল হক, আসাদ চৌধুরী, নির্মলেন্দু গুণ, আবু জাফর ওবায়দুলল্লাহ, হাবীবুল্লাহ সিরাজী, হেলাল হাফিজ, নাসিমা সুলতানা, আনিসুল হক প্রমুখ কবির কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। শেষ পবিেশনা ছিল আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকারের আবৃত্তি পরিবেশনা। তিনি আবুল হাসান ও আনিসুল হকের মুক্তিযুদ্ধের দুটি কবিতা আবৃত্তি করেন। ইফতার আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমমতা প্রাইজ প্রজেক্টের ছয় মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ
পরবর্তী নিবন্ধমুসলিম হাইস্কুলে ইফতার ও দোয়া মাহফিল