ক্বণন’র আবৃত্তি অনুষ্ঠান ‘একুশের পঙক্তিমালা’

| শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৪৫ পূর্বাহ্ণ

অমর একুশে ও আন্তর্জতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত বুধবার ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন ‘একুশের পঙক্তিমালা’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে।

গত বুধবার চেরাগীতে মহড়া মিলনায়তনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পী মোসতাক খন্দকার। আলোচক ছিলেন ক্বণন কার্যকরী পরিষদ সদস্য আবৃত্তি শিল্পী সৌভিক চৌধুরী।

ভোরে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে মহান একুশের কবিতা নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন সৌভিক চৌধুরী, প্রেমা চৌধুরী, সুস্মিতা চৌধুরী, আবদুল মুনয়িম আসরা, মোহাম্মদ রিদওয়ান, মহিউদ্দিন মারুফ, মেহজাবিন রুশনি, আসলিরাফ, জারিফ, আলিশবা, আলফি শাফিন, রেনেসাঁ, আফরিন, দানির ও রুজাইনা। একুশের গান পরিবেশন করে ইব্রাহিম মাহমুদ ও শুভ্রা চক্রবর্তী। প্রেস বিজ্ঞপ্তি ।

পূর্ববর্তী নিবন্ধবর্ণাঢ্য আয়োজনে ব্লগবাড়ির হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম রোটারী সেন্টারের নতুন কমিটি নির্বাচিত