কোয়ালিটি, বন্দর স্পোর্টসের জয়

শেখ রাসেল অনূর্ধ্ব-১১ ক্রিকেট টুর্নামেন্ট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২১ আগস্ট, ২০২২ at ৫:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত শেখ রাসেল অনূর্ধ্ব-১১ চ্যালেঞ্জ কাপ ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ দিনে গতকাল শনিবার অনুষ্ঠিত খেলায় জয় পেয়েছে কর্ণেল জামিল উদ্দিন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট এবং শেখ জামাল বন্দর স্পোর্টস ক্রিকেট একাডেমি। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে কর্ণেল জামিল উদ্দিন কোয়ালিটি স্কুল অব ক্রিকেট ৯ উইকেটে বেবি সেরনিয়াবাত নিউ স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে নিউ স্টার প্রথমে ব্যাট করতে নামে। ১৩.৩ ওভার খেলে তারা মাত্র ২১ রানে অল আউট হয়ে যায়। দলের ছয়জনই শূন্য রানে আউট হয়ে যায়। দলের আনাস আল মাহমুদ ৪, প্রাণ গোপাল ২,মুসাব্বির জুনাইদ ও ওয়াফি আহমেদ ১ রান করে আউট হন। আশরাফুল আলম কোন রান না করেই অপরাজিত থাকে। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ১৩ রান। কোয়ালিটির সাকিব আল হাসান মাত্র ৫ রান দিয়ে ৫টি উইকেট দখল করে। আবদুল্লাহ আল সাইদ ২ রান দিয়ে ২টি, হোসেন মনসুর আয়াত এবং অর্নব বড়ুয়া ১টি করে উইকেট নেয়।
কোয়ালিটি জবাব দিতে নেমে মাত্র ১ ওভার ১ বল খেলে ১ উইকেট খুঁইয়ে ২৫ রান তুলে নেয়। আবদুল্লাহ আল সাইদ ৩টি বাউন্ডারীতে ১২ রান তুলে আউট হয়। তাওসিফুল ইসলাম আলিফ ৫ রান করে অপরাজিত থাকে। অতিরিক্ত রান হয় ৮। নিউ স্টারের প্রাণ গোপাল ২১ রান দিয়ে ১টি উইকেট নেয়। কোয়ালিটির সাকিব আল হাসান ম্যাচ সেরা নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস যুগ্ম সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে শেখ জামাল বন্দর স্পোর্টস ক্রিকেট একাডেমি ৫ উইকেটে আরিফ সেরনিয়াবাত রাইজিং স্টার ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে রাইজিং স্টার প্রথমে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে তারা ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান আসে অতিরিক্ত ৩৫ থেকে। ওয়াসাম কামাল রাহিল ১৩ এবং মাকিয়েব আহসান কায়েস অপরাজিত ১২ রনা করে। আর কেউ দু’অংকের ঘরে যেতে পারেনি। বন্দর স্পোর্টসের আহনাফ ইসলাম চৌধুরী এবং অয়ন দে ঋতিক ২টি করে উইকেট নেয়। ১টি করে উইকেট পায় শাবাব সাব্বি, ইকবাল হোসেন জিসান এবং ইয়াসিন আরাফাত জিদান। জবাবে বন্দর স্পোর্টস ক্রিকেট একাডেমি ১৫ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে নেয়। দলের পক্ষে মোবাশ্বির হুদা ১৩ বলে ২৬ রান তুলে অপরাজিত থাকে। ৬টি চার ছিল তার ইনিংসে। এছাড়া আইনান কবির ১০ রান করে ৩৬ বলে। অতিরিক্ত থেকে আসে সর্বোচ্চ ৩৪ রান।
রাইজিং স্টার ক্রিকেট একাডেমির ওয়াসাম কামাল রাহিল ১৬ রান দিয়ে ২টি উইকেট দখল করে। ১টি করে উইকেট পায় এস এম তারেক,মাকায়েব আহসান কায়েস এবং ইন্দ্রজিত নাথ। ম্যাচ সেরা নির্বাচিত হয় বন্দর স্পোর্টসের মোবাশ্বির হুদা। তার হাতে পুরস্কার তুলে দেন চসিক কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ হাসনী।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারীতে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধরূপালি জগৎ ছেড়ে গণিতবিদ!