কোয়ালিটি টি-টোয়েন্টি ক্রিকেটে ব্রাদার্স একাডেমি চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ১ জানুয়ারি, ২০২২ at ৯:০৭ পূর্বাহ্ণ

কোয়ালিটি নক আউট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে সি এস ব্রাদার্স ক্রিকেট একাডেমি। গতকাল শুক্রবার কোয়ালিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে সি এস ব্রাদার্স ক্রিকেট একাডেমি ৭ রানে উদীয়মান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনালে টসে জয় লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রাদার্স ক্রিকেট একাডেমি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে দলটি। জবাবে উদিয়মান ক্রিকেট একাডেমি ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এতে সি এস ব্রাদাস ক্রিকেট একাডেমি ৭ রানে জয় লাভ করে শিরোপা জিতে নেয়। সি এস ব্রাদার্স ক্রিকেট একাডেমির পক্ষে মো. মামুন ২৪ বলে ৪৬ রান করে ফাইনালের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। এবারের কোয়ালিটি নক আউট টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছে সি এস ব্রাদার্স ক্রিকেট একাডেমির মো. বাপ্পা। সেরা ব্যাটসমান চট্টগ্রাম স্পার্টনের মো. মহিউদ্দিন এবং টুনামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে উদিয়মান ক্রিকেট একাডেমির মো. সাজ্জাদ। ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক পূর্বদেশ পত্রিকার ক্রীড়া সাংবাদিক সাইফুল্লাহ চৌধুরী।

পূর্ববর্তী নিবন্ধসারোয়াতলী দরবারে বার্ষিক ওরশ আজ
পরবর্তী নিবন্ধনতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে